চৌহালী (সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের চৌহালীতে মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের আওতায় ৫৪০জন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার উচ্চ পুষ্টি সমৃদ্ধ গো-খাদ্য ও সাইলো ড্রাম এবং বন্যা ও ভাঙ্গন কবলিত ১’শ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে মৌসুমী বন্যার আগাম কার্যক্রমের আওতায় উচ্চ পুষ্টি সমৃদ্ধ গো-খাদ্য ও সাইলো ড্রাম ও জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা, মো, আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা ডি ডি এলজি মো, তফাজ্জল হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা, মো, ওমর ফারুক, চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা, মো, রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো, সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী ও ডা, অলিউল্লা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও পরিচালনায় ছিলেন, এনডিপির উপ-পরিচালক কাজি মাসুদুজ্জামান।