আবু মোঃ শোয়েব ডন (ঘাটাইল, টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ অক্টোবর ঘাটাইল সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে, এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত ভাবে শেষ হয়। ট্রাইবেকারে দেউলাবাড়ী স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে ঘাটাইল স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়।
রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক সরোয়ার জাহান কলি, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, শ্রমিক দলের আহবায়ক সুফি সিদ্দীকি সহ আরো অনেকে।