নিউজ ডেস্কঃ
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৮ জুন কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের কনফারেন্স কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এতে টানা চতুর্থ বার সভাপতি নির্বাচিত হন দৈনিক ইত্তেফাকের স্হানীয় প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদিন স্যার।
এখানে উল্লেখ্য জয়নাল আবেদিন স্যার একাধারে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক, গোপালপুর বার্তা ২৪ ডট কম এর সম্পাদক। মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসর প্রাপ্ত সহযোগী প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
বন ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য তিনি গত ডিসেম্বরে ময়মনসিংহ প্রেসক্লাব পদক পান। মুক্তিযুদ্ধ, গণহত্যা এবং যুদ্ধাপরাধ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ২০২২ সালে টাঙ্গাইল জেলা প্রশাসন তাকে সংবর্ধনা প্রদান করেন।