আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুরে আবু সাঈদ হত্যা মামলার আসামি, এ এস আই মোঃ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
আজ সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান এর কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চান।
আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন।