1. admin@newsbanglanb.com : admin :
অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। - নিউজ বাংলা NB
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভর্তি চলছে ভর্তি চলছে বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৫৭ বার পঠিত

অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যীশু কুমার আচার্য্য, চট্টগ্রাম প্রতিনিধিঃ

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে জানান যে, ডাক বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারী গ্রাহকের অর্থ এবং ডাক বিভাগের নিজস্ব তহবিল হতে মোট ৫৫ কোটি টাকা লোপাট করেছেন। তদন্তে টাকার পরিমাণ আরো বাড়তে পারে। আজ বুধবার ২৬ জুন রাজধানীর গুলশানে একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

জনাব পলক বলেন, এ ধরনের ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কাজে জড়িত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। এই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না তা জানতে তানোরসহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

এতে শুধু তানোরেই আরও ৫১ গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতে অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের ৭শ কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান পলক।

শুধু ডাক বিভাগ নয়, সরকারী প্রতিটি বিভাগ, দপ্তর বা কার্যালয়ে দীর্ঘদিন ধরে দুনীতি চলে আসছে। অবিলম্বে সরকারী সেবা খাত সহ প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সরকারের ভাব-মূর্তি ক্ষুন্নসহ দেশ ও নাগরিকদের অপূরণীয় ক্ষতি হবে।

অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, কার্যালয় বা দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ